ভৈরবে ৬ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল মসলা, অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনে বাড়তি দাম রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠানের মালিকদের ২ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভৈরব বাজারের অবস্থিত বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
এসময় অভিযানে সহযোগিতা করেন পৌরসভার স্যানিটারি পরির্দশক নাসিমা বেগমসহ ভৈরব থানার পুলিশ সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব বাজারে অবস্থিত ভেজাল মসলা উৎপাদন করার দায়ে হামিদুল মিয়ার মসলার কারখানাকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পরিবেশন ও ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম রাখার দায়ে ভৈরব বাজারের আম্মাজান হোটেল মালিক স্বপন মিয়াকে ৫০ হাজার, আলমগীর হোটেলের মালিক মো. আলমগীরকে ২০ হাজার, ভগবতি মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ২৫ হাজার, রমেশ মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২৫ হাজার, হোটেল দারুচিনির মালিককে ২০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন জানান, ভৈরব বাজারের রেস্টুরেন্টে ইচ্ছেমত বাড়তি দাম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে।
এসব প্রতিষ্ঠানের মালিকদের আর্থিক জরিমানাসসহ সর্তক করা হয়েছে বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/০৩আগস্ট/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

২৩ বছর পর উখিয়ায় ডাবল মার্ডার মামলায় ৬ জনের যাবজ্জীবন

চা বিক্রেতা স্মৃতির পড়ালেখার দায়িত্ব নিলেন বোয়ালমারীর ইউএনও

খুলনা-৩ আসনে এস এম কামালের আগমনে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ

ইনুর প্রতিদ্বন্দ্বী হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন আ.লীগ নেতা কামারুল

শরীয়তপুরে পিকআপে আগুন

সিরাজগঞ্জে প্রার্থীকে বরণ করতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

জামিন না পাওয়ায় বিচারককে জুতা ছুড়ে মারলেন ‘বিএনপি সমর্থক’

সুনামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
