মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম রব্বানীর নামে সড়কের নামকরণ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৩, ১৩:৫৯| আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৪:২৮
অ- অ+

সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস স্টেশনের জামাইপাড়া সড়ককে মুক্তিযুদ্ধের সংগঠক সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি প্রয়াত গোলাম রব্বানীর নামে নামকরণ করা হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত জামাইপাড়া সড়ককে মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর নামে নামকরণ করে ফলক উন্মোচন করেন।

২০০৬ সালের ৪ আগস্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী মৃত্যুবরণ করেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সিলেট বিভাগ বাস্তবায়ন কমিটির সুনামগঞ্জের আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সুনামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

ফলক উন্মোচনের সময় পৌর মেয়র নাদের বখ্ত বলেন, রাষ্ট্রপ্রধানের আকাঙ্খা এবং স্থানীয় ভাবে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মৃত্যুবার্ষিকীতে শহরের জামাইপাড়া সড়কের নাম গোলাম রব্বানী সড়ক করার মধ্য দিয়ে আমরা একজন বীরকে সম্মান জানালাম।

সড়কের ফলক উন্মোচনের সময় বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আলী আমজাদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী অ্যাড. সালেহ আহমদ, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ্ আবু নাসের, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সাংবাদিক-আইনজীবী অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, যুবলীগের কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, নারী নেত্রী ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা