পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ, বৃষ্টিতে হাঁটু পানিতে নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬:৫৭ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৩, ১৬:৪৬

দুদকের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়ের প্রতিবাদে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে প্রতিবাদ সমাবেশ শুরু হয়নি।

দিনভর বৃষ্টি হওয়ায় সড়কে জমে থাকা পানির মধ্যেই নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এ সমাবেশের আয়োজন করেছে।

তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে শুক্রবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে এ প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি।

প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকাটাইমস/০৪আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :