নতুন দায়িত্বে বুফন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১৬:৪৮

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন এক দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য অবসরে যাওয়া অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সী সাবেক এই গোলরক্ষক জাতীয় দলের কোচ রবার্তো মানচিনির সঙ্গে ডেলিগেশন প্রধান হিসেবে কাজ করবেন। জিয়ানলুকা ভিয়াল্লির মৃত্যুর পর থেকে আজ্জুরিদের জাতীয় দলের এই পদটি খালি ছিল।

২০০৬ সালে বিশ্বকাপ জয়ী ইতালি দলের সদস্য বুফন এ সম্পর্কে বলেছেন, ‘নীল জার্সিটি আমার জীবনের একটি অংশ হয়ে গেছে। রবার্তো মানচিনিকে সবদিক থেকে সহযোগিতা করার চেষ্টা আমার থাকবে। ইতালি দলে শুধুমাত্র পুরস্কারই গণনা করা হয়না। এখানে যে বিনিয়োগ, ত্যাগ ও প্রাপ্যতা রয়েছে সেটাও গুরুত্বপূর্ণ।’

বুফনকে পেয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন বলেছে, ‘এটা ইতালির জন্য একটি অসাধারণ দিন। কারন গিগি ঘরে ফিরেছে।’

সেপ্টেম্বরে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে ইতালির ইউরো ২০২৪ বাছাইপর্বে বুফন তার নতুন কাজ শুরু করবেন।

সিরি-এ লিগে সর্বোচ্চ ৬৫৭ ম্যাচ খেলার রেকর্ড ধরে রেখেছেন বুফন। একইসাথে ১৯৯৭-২০১৮ সাল পর্যন্ত ইতালির হয়েও সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। যার মধ্যে ২০০৬ সালে ফাইনালে ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করে ইতালি শিরোপা জিতেছিল।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :