গ্লোবাল টি-টোয়েন্টি

লিটনদের হারিয়ে শিরোপা জিতল মন্ট্রিল টাইগার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ১৮:০৩

গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতল মন্ট্রিল টাইগার্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তুলে লিটনের সারে জাগুয়ার্স। জবাবে খেলতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার্স।

ব্র্যাম্পটনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে সার জাগুয়ার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান মন্ট্রিল টাইগার্সের দলনেতা ক্রিস লিন। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুঠি হয় জাগুয়ার্সের। ২৩ রান করেন মোহাম্মদ হ্যারিস। দ্বিতীয় উইকেটে নেমে মাত্র ১২ রান করেন লিটন কুমার দাস।

সুবিধা করতে পারেননি দলনেতা ইফতেখার আহমেদ। চতুর্থ উইকেট জুটিতে আয়ান খানকে সঙ্গে নিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন ওপেনার জিতেন্দর সিং। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ বলে ২৬ রান করেন আয়ান। আর ম্যাথু ফোর্ডের ব্যাটে আসে ১ রান।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাজঘেরে ফেরেন মন্ট্রিল টাইগার্সের ওপেনার মোহাম্মদ ওয়াসিম। এরপর বিজয়ারত্নে ১২ ও দিলপ্রিত সিং করেন ১৪ রান। আর দলনেতা ক্রিস লিন করেন ৩৫ বলে ৩১ রান।

মাত্র ৬১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে মন্ট্রিল। এসময় মনে হচ্ছিলো হারের দিকেই এগোচ্ছে দল। তবে পঞ্চম উইকেটে দিপেন্দ্র সিং আইরিকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে দলকে ম্যাচেই রাখেন শেরফাইন রাদারফোর্ড। ১৬ রানে আইরি রিটায়ার্ড হার্ট হলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল। মাত্র ৬ বলে ২০ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এদিকে ২৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :