৩২ নম্বরে ব্যাপক লোকের সমাগম হবে, সামাল দেয়া বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১২:৩০ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১১:৪২

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ব্যাপক লোকের সমাগম হবে, যা অন্য বছরের তুলনায় ২০ থেকে ৩০ ভাগ বেশি। তবে এবার জঙ্গি হামলার বিষয়ে কোনো তথ্য না থাকলেও সেদিন আগত লোকজনকে সামাল দেয়া পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাওয়ার পর শ্রদ্ধা জানাতে জনসাধারণের জন্য খুলে দেয়া জবে। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও জনগণের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন থাকবে।

’তিনি আরও বলেন, ‘সাইবার জগৎও আমরা মনিটরিং করছি। তবে সুনির্দিষ্ট কোনো জঙ্গি হামলার বিষয়ে তথ্য নেই।’

জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি বলে জানান তিনি।

কমিশনার বলেন, ‘সিটিটিসি ও ডিবির সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে কোনো হুমকি আছে কি না। সার্বিকভাবে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি আশা করছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তারা নিরাপত্তার সঙ্গে শ্রদ্ধা জানাতে পারবেন।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :