ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৪ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭:১৫ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১৭:০৫

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার দুপুরে কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান গত সাত আগস্ট এফবি ‘ইমন’ নামক একটি ফিশিং বোট বরিশাল হতে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। ১১ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীন সমুদ্রে ভাসতে থাকে। ১৩ আগস্ট বিকালে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করেন।

আব্দুর রহমান বলেন, পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ লেফটেন্যান্ট কমান্ডার মো. ইমতিয়াজ উদ্দিন সরকারের নেতৃত্বে রবিবার সন্ধ্যা থেকে সমুদ্রে উদ্ধার অভিযানে নামে। তবে জেলেরা সমুদ্রে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেননি। পরে উত্তাল সমুদ্রে টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বোটটিকে বিপজ্জনকভাবে ভাসতে দেখা যায়।

এই কর্মকর্তা বলেন, রাত ১০টায় ১৪ জন জেলেসহ গভীর সমুদ্র (সাঙ্গু গ্যাস ফিল্ড হতে আনুমানিক ৮ নটিক্যাল মাইল উত্তর-উত্তর পশ্চিম) হতে উদ্ধার করা হয়। পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ডের জাহাজে টেনে জেলেসহ বোটটিকে পতেঙ্গায় নিয়ে আসা হয়।

পরে ফিশিং বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/পিআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :