গজারিয়ায় উপজেলা আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৩, ১৯:০৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি করেছেন ।

বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগ, ভবেরচর এলাকার বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টে সামনে উপজেলা আওয়ামীলীগ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য গত ৩১ জুলাই বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জোবায়ের জাহাঙ্গীরের সঙ্গে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউশিয়া ইউপি সদস্য আল মামুন প্রধানের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়। আল মামুন প্রধান বিপ্লব ও জোবায়ের এর বিরুদ্ধে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে থানায় মামলা রুজু করে।

আওয়ামী লীগ নেতা জোবায়ের ও বিপ্লবের বিরুদ্ধে মামলাটি মিথ্যা মামলা দাবি করে গত ১২ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহর স্বাক্ষরিত প্যাডে ১৬ আগস্ট বুধবার সকাল ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে সামনে, সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ, অবরোধ কর্মসূচি, ঘোষণা করেন। এতে উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান।

তার পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত জাতীয় শোক দিবস পালনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোজাম্মেল হক বক্তব্য শেষে গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সকাল ১০টায় পাল্টা অবস্থা কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান ।

এ বিষয়ে গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন প্রধান মারধর ও টাকা ছিনিয়ে অভিযোগে থানায় মামলা রুজু করেছেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।একস্থানে উপজেলা আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বুধবার সকালে অবস্থান পরিবর্তন করে আওয়ামী লীগের দু'পক্ষই। পাখির মোড় এলাকায় এলাকায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন, বাউসিয়া ইউপি সদস্য আতিকুর রহমান ডালিম, ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্যসহ বাউসিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মামুন মেম্বার জানান, নৃশংসভাবে হামলার সুষ্ঠু বিচার চাই।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :