তজুমদ্দিনে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৪:৪৮ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৩, ১৪:১১

ভোলার তজুমদ্দিনে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেয়ায় বাজার তদারকির অভিযান চালিয়ে ৩টি ডায়াগনস্টিক ও একটি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়।

বৃহস্পতিবার উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তজুমদ্দিন থানা পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা তাদেরকে সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ৩শ টাকার পরিবর্তে ৫শ টাকা নেয়ায় তজুমদ্দিন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, এ রব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা, মেসার্স নিউ ফেমাস ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে মেসার্স হাসনাইন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ৩টি ডায়াগনস্টিক ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখায় একটি মুদি দোকানে বাজার তদারকির অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :