বালিয়াকান্দিতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৩, ১৩:৫০| আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৪:৩১
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ‍মিনু বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার পর বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে রাখার ঘটনায় মামলার প্রধান আসামি তার স্বামী উজ্জ্বল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

এর আগে শনিবার দুপুরের দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জ্বল শেখের বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৭টা থেকে মিনু বেগম নিখোঁজ হন। এ বিষয়ে মিনুর মা মেয়ের শ্বশুরবাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর পায়নি। পরে গত ১৯ আগস্ট বালিয়াকান্দি থানায় মিনু বেগমের স্বামী উজ্জ্বল শেখ, শ্বশুর কুদ্দুস শেখ ও শাশুড়ি জহুরা বেগমসহ অজ্ঞাতনামা আরও তিন-চার জনের নামে হত্যা মামলা করেন মিনু বেগমের মা সোনা বানু।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এসএ))

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা