রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে দূরত্ব সৃষ্টির পাঁয়তারা চলছে: এমপি খোকা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ২২:০৯
অ- অ+

কিছু দলছুট নেতা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদেরের মধ্যে দূরত্ব সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি। তিনি বলেন, তাদের শক্ত হাতে দমন করতে হবে। জাতীয় পার্টি এক ও অভিন্ন। এখানে কোনো বিভেদ নেই। কেউ গুজবে কান দেবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় মোগড়াপাড়া চৌরাস্তায় নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এই সংসদ সদস্য আরও বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি সারা দেশে ঐক্যবদ্ধ আছে। প্রয়াত পল্লীবন্ধু এরশাদের সহধর্মিণী বেগম রওশন এরশাদকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি।

জাতীয় পার্টির নেতারা সারা দেশে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছে উল্লেখ করে খোকা বলেন, আজ সোনারগাঁ উপজেলায় প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনকে অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী করেছে। আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি সোনারগাঁয়ে শক্তিশালী করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।

তিনি বলেন, কিছু দিন আগে দেখলাম নারায়ণগঞ্জ থেকে মেসি, ম্যারাডোনারা সোনারগাঁয়ে এসে বড় বড় বক্তৃতা দেয়, লাঙ্গলের বিরুদ্ধে কথা বলে, তাদের আমি চিনি, সময় মতো জবাব দেবো ইনশাআল্লাহ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান, লায়ন তোফাজ্জল হোসেন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমিন হোসেন মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি চুন্নু, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, নুরে আলম শাহিন মেম্বার, আলী জাহান মেম্বার ও জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা