শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে: ব্রিটিশ হাইকমিশনার

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে তার সিলেট নগরীর পাঠানটুলাস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি মেয়রের সঙ্গে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এসময় সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়রকে আশ্বস্ত করেন সারাহ কুক। তিনি ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার প্রশংসা করেন।
সারাহ কুক সিলেটবাসীর অতিথিপরায়নতারও ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাও জানান।
ঢাকাটাইমস/২৪আগস্ট/ইএস

মন্তব্য করুন