আগামী সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে নাগরিক প্রত্যাশা কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ২১:২৩
অ- অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার সমস্যা চিহ্নিত ও সমাধানে করণীয় নির্ধারণে নাগরিক প্রত্যাশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেসরকারী সংস্থা এসডিএ'র সভাকক্ষে আমেরিকান দাতা সংস্থা ইউএসএআইডি এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

এতে বাংলাদেশ আওয়ামিলীগ, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যাবস্থাপক দিপু হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড মুজিবুর রহমান টোটেন, বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার সাবেক কমান্ডার মোঃ সোবহান মৃধা, জেলা মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা জাকারিয়া সুলতানা বেবি, জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা শিমু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রাজনৈতিক ফেলো মাস্টার ট্রেইনার সৈয়দ সালাউদ্দিন বাবু ও জামাল হোসেন।

এছাড়াও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও জেলা ছাত্রলীগের সদস্য ফারহানা মিসু টুম্পা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে হেনা, জেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মোঃ আলআমিন উপস্থিত ছিলেন।

কর্মশালায় সামাজিক সংগঠনের প্রতিনিধি হিসেবে পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, ইয়েস বাংলাদেশের হাসিবুর রহমান, পটুয়াখালীবাসীর সভাপতি মাহমুদ হাসান রায়হান, ইয়ুথ পাওয়ার পটুয়াখালীর সভাপতি কেএম জাহিদ হোসেন, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের মেহেরুন সুলতানা, হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ডলি আক্তার ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি মো. হুমায়ুনসহ প্রায় ৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করে।

এসময় পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের আওতাধীন এলাকা গুলোর নানা সমস্যা চিহ্নিত করে, সমাধানে সুনির্দিষ্ট করণীয় তুলে ধরা হয়। পরে এসকল সমস্যা ও সমাধান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করায় জাতীয় পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান আয়োজক প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা