কাস্টম গুদামের বিপুল স্বর্ণ গায়েব: চোর বাইরের নাকি ভেতরের, প্রশ্ন পুলিশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৯ | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৭
ফাইল ফটো

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম বলেছেন, ‘কাস্টম হাউজের নিজস্ব গুদামে যে কারও যাওয়ার সুযোগ নেই। এখানে কাস্টমসের লোকেরাই যেতে পারেন। এই স্বর্ণ চুরির আলামত নেই বললেই চলে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য-উপাত্ত আছে সেখানে বাইরে থেকে কেউ এসে স্বর্ণ নিতে পারবে না। কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়া যে আলমারিতে স্বর্ণ ছিল সেগুলো ভাঙা সহজ নয়। আর সেখানে যেসব যন্ত্রপাতি ছিল তা দিয়েও আলমারি ভাঙা সম্ভব না।’

ডিসি বলেন, ‘প্রতিটি ডিএমসিতে ১০টি স্বর্ণবার ছিল। চোর চুরি করলে তো ১০টা বারই নিয়ে যাবে। সে ওখান থেকে তো একটা-দুটো করে নেবে না।’

সোমবার দুপুরে ঢাকা টাইমসকে এসব কথা বলেন উত্তরার ডিসি মুর্শেদ আলম।

গত শনিবার প্রথম স্বর্ণ চুরির বিষয়টি নজরে আসে। এ ঘটনায় গত রবিবার রাতে বিমানবন্দর থানায় মামলা হয়। সংস্থাটির সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন মামলার বাদী হয়েছেন। মামলায় ৫৫.৫১ কেজি স্বর্ণ গায়েব হওয়ার কথা বলা রয়েছে।

কাস্টমসের বরাত দিয়ে ডিসি মুর্শেদ আলম বলেন, ‘যেসব ডিএমসি থেকে স্বর্ণ চুরি হয়েছে তাদের তথ্য মতে আংশিক স্বর্ণ চুরি হয়েছে। একবারে সব স্বর্ণ চুরি হয়নি। এখানে প্রশ্ন জাগিয়ে তুলেছে, চোর বাইরের নাকি ভেতরের কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারী চুরিতে জড়িত। এটা এখন তদন্তের বিষয়। আমরা সঠিকভাবে চিশ্চিত করে কোনো তথ্য দিতে পারছি না, এটা ভেতরের লোক করেছে নাকি বাইরের কেউ করেছে।’

উত্তরা বিভাগের পুলিশের এই ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, কাস্টমস নীতিমালা সম্পর্কে তো আমাদের ধারণা নেই। এখানে দীর্ঘদিন গোল্ড থাকার কথা নয়। কাস্টমস প্রায়ই গোল্ডের নিরাপত্তা চায় আমরা নিরাপত্তা দিই। আমরা এখান থেকে বাংলাদেশ ব্যাংকে প্রায়ই নিরাপত্তা দিয়ে গোল্ড নিয়ে যাই।’

এ চুরির তদন্ত শুরু হয়েছে জানিয়ে ডিসি বলেন, ‘গতকাল (রবিবার) রাত থেকে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত জানানোর মতো কোনো তথ্য পাইনি।

ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

চুরির মামলা তদন্তে নেমে একে একে মিলল ৫ অস্ত্র

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :