চার জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে চার জেলায় নতুন চার কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো- যশোর, লালমনিরহাট, দিনাজপুর ও খাগড়াছড়ি।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাগুরার শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারকে যশোরের এডিসি, কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনীমকে লালমনিরহাটের এডিসি, গাইবান্ধার সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলমকে দিনাজপুরের এডিসি এবং হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহকে খাগড়াছড়ির এডিসি হিসেবে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :