সাতক্ষীরায় ‘নিশ্চিত করি তারুণ্যের ভোট’ পথনাটক প্রদর্শনী

‘তারুণ্যের প্রথম ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক’স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নিশ্চিত করি তারুণ্যের ভোট পথনাটক প্রদর্শনী হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের শিল্পকলা একাডেমি সম্মুখে ও খুলনা রোড মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ পথনাটক প্রদর্শিত হয়।
দীর্ঘদিন পর সাতক্ষীরায় উন্মুক্ত স্থানে পথনাটক প্রদর্শিত হওয়ায় উপস্থিত দর্শকরা অভিভূত হয়েছেন।
নাটকটির নির্দেশনায় ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক সুব্রত হালদার। মূলত এটি তরুণ প্রজন্মের ভোট মুক্তিযুদ্ধের পক্ষে নিশ্চিত করার লক্ষেই চমৎকার এ পথনাটকের প্রেক্ষাপট তৈরি হয়েছে। লক্ষ্য ছিল তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সৌহার্দ্যপূর্ণ ভোট নিশ্চিত করা। এভাবেই প্রায় পনেরো মিনিটের এ পথনাটকটি দর্শকদের উচ্ছ্বসিত করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, দেশের একটি বড় অংশ ভোটার হচ্ছে তরুণরা, এ আয়োজনের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।
সংগঠনটির সভাপতি মো. হোসেন আলী বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত বাংলাদেশ গড়তে পথনাটকের এ উদ্যোগ। নাটকটি দেখে উপস্থিত দর্শকরা অভিভূত হয়েছেন।
(ঢাকাটাইমস/০৫ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন