কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০

পিরোজপুরের কাউখালীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মদনমোহন জিউর আখড়া বাড়িতে এসে শেষ হয়।

বুধবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিলটন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি সুনীল কুন্ড, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল বরন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল হালদার, শিক্ষক নেতা সুব্রত রায়, লিটন কৃষ্ণ কর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :