নোয়াখালীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩০
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা অভিযান চালিয়ে ইব্রাহিম খলিল সোহেল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার রাতে চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পোর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম খলিল সোহেল সুবর্ণচর উপজেলার চরআমানউল্যা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

জানা গেছে, ২০১৭ সালের ৭ মে পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে সোহেল মামলার বাদীর শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে (১৫) ফুসলিয়ে পাশ্ববর্তী আজিজুল হক ডুবাইওয়ালার প্রজেক্টে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে সোহেল। পরে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিলের পর দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব।

লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে চরজব্বার থানায় হস্তান্তর করা হয়েছে। থানার মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা