সিংগাইরে জাল নোটসহ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
শুক্রবার বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেপ্তার দীপ্ত মন্ডল ওরফে তন্ময় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র জাল টাকা নিয়ে সিংগাইর উপজেলার জয়মন্টপ কাঁচাবাজার এলাকায় অবস্থান করছে। অভিযান চালানো হলে দীপ্ত নামের এক যুবককে সেখান থেকে এক হাজার টাকার ১২টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দীপ্তর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সিংগাইর থানায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০৮ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন