ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৫| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মুজাহিদুল ইসলাম (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে পুরাতন কাচারি পাড় এলাকায় নির্মাণাধীন মসজিদের নিচতলায় এ ঘটনা ঘটে।

মৃত হাফেজ মুজাহিদুল জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া এলাকার মৃত অলি মিয়ার ছেলে।

নিহতের সহকর্মীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের কাজ করার সময় মুজাহিদুল পানির পাইপ নিয়ে বিদ্যুতের তারের ওপর দিয়ে দোতলায় নিয়ে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তার স্বজনরা আরো উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, মডেল মসজিদে কাজ করার সময় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা