এবার নৌকায় ভোট চাইলেন জামালপুরের ডিসি

আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।
সোমবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন।
আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার এই উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা এই সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।
পৌরসভা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ সময় বক্তব্য দেন।
আরও পড়ুন: নৌকায় ভোট চাইলেন ওসি, বললেন, ‘ছাত্রলীগের রাজনীতি করেছি’
জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় নৌকার পক্ষে ভোট চেয়ে আলোচনায় আসেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। বক্তব্যের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই মাসেই তাকে প্রত্যাহার করা হয়।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এআর)

মন্তব্য করুন