ভালুকায় ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, বাড়ছে দুর্ঘটনা

ময়মনসিংহের ভালুকায় কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। অনেক পথচারী মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে খুব কষ্টে জীবন চালাচ্ছেন। প্রায় সময় শিশু ও নারী আহত হচ্ছেন।
আবার অন্যদিকে চালকরা দাবি করছেন দলবেঁধে মানুষ রাস্তা পার হয়। এতে অনেক সময় সৃষ্টি হয় যানজটের।
আবার কিছু পথচারী গাড়ি লক্ষ না করে রাস্তা পাড় হয়। এতে আমরা চালকরাও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ি।
সরেজমিন ঘুরে দেখা যায়, অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা হয় তারা বলেন, ওভার ব্রিজ থাকলে আমরা এমন করে রাস্তা পাড় হতাম না।
ভরাডোবা হাইস্কুলের এক শিক্ষার্থীর অভিবাবক জানান অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে রাস্তা পার হতে হয় আতংক কাজ করে মনে আজ যদি ফুটওভার ব্রিজ থাকতো তাহলে চিন্তা থাকতো না মনে আমাদের দাবি ভরাডোবা স্টেশনে যেন অতি দ্রুত একটা ফুট ওভারব্রিজ তৈরি করে দেওয়া হয়।
পোশাক কারখানার শ্রমিক ইমদাদুল বলেন হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি এলাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় অতি দ্রুত নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। কেননা, এখানে দিনে হাজার হাজার মানুষ এই রাস্তা পার হন। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
ভালুকা পরিবেশ আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান বলেন, মহাসড়কের ভালুকার থানার মোড়, সরকারি ডিগ্রি কলেজের সামনে, ভরাডোবা বাসস্ট্যান্ড, সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টার বাড়ি, হাজির বাজার, এই পয়েন্টগুলোতে ফুট ওভারব্রিজ অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি সরকারের কর্তৃপক্ষ বিষয়টির প্রতি জনস্বার্থে বিশেষ নজর দেবেন।
ময়মনসিংহ, সওজ, সড়ক সার্কেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাশেদুল আলম জানান, ফুটওভার ব্রিজ গুরুত্বপূর্ণ ভালুকায় জনসংখ্যা বেশি, ফুটওভার ব্রিজের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
(ঢাকাটাইমস/১৩সেপ্টম্বর/এআর)

মন্তব্য করুন