সারাবিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৯
অ- অ+

সারাবিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বলেন, বঙ্গবন্ধু কন্যার নৌকা, আওয়ামী লীগের নৌকা বাংলাদেশের মানুষের উন্নয়ন - আস্থার ঠিকানা। শেখ হাসিনার উপর এদেশের মানুষের আস্থাশীল।

শুক্রবার বিকালে মাদারীপুর পুরান বাজার আওয়ামী লীগের কার্যালয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বার্তা

জনগণের মাঝে পৌঁছে দেয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে নির্দেশনা মূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি।

এ সভার আয়োজন করে মাদারীপুর পৌর শাখা আওয়ামী লীগ।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে সম্মানিত। সর্বশেষ জি টুয়েন্টি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সারা বিশ্বের নেতারা বাংলাদেশকে সাদরে গ্রহণ করেছিল। বাংলাদেশকে ঘিরে ছিল বিশ্বের সকল উন্নত দেশের নজর। জি টুয়েন্টি সফর শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ আজ উন্নত বিশ্বে মর্যাদার আসনে আছে বলেই বাংলাদেশকে সবাই উন্নয়ন অংশীদার হিসেবে পাশে চায়।

তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার দেশ। বিএনপি জামায়াত এদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইদের তৈরি করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করেছিল। এরা বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান তৈরির স্বপ্ন দেখেছিল। এখনো তারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে চায়। বিএনপি জামায়াত নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মাদারীপুর পৌর শাখার আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় মাদারীপুর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/জেএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস
ভ্রাম্যমাণ আদালতে বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা