চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৫
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা গ্যাস বিক্রির ভাউচার প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, শনিবার দুপুরে জীবননগর বাজার, উপজেলা গেট ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আলু, পেয়াজ, ডিম, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় মেসার্স জীবননগর গ্যাস হাউজ ১২৪০ টাকায় কেনা ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় পাইকারি বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১২৮৪ টাকা। এছাড়া প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক ইকবাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মিনহাজ গ্যাস ঘর গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা গ্যাস বিক্রির ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠান মালিক মতিয়ার রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বচর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা