গাছে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৯
অ- অ+

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাছে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় সুফিয়া (৬০) এক নারী নিহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়া গংদের সঙ্গে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বছর খানেক আগে প্রতিপক্ষের লোকজন সুফিয়াকে একবার মারধরও করে। এদিকে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সাথে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান জানান গরু বাধাকে কেন্দ্র করে পাঁচহার গ্রামে সুফিয়া নামে এক মহিলা প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন।যা খুবই মর্মান্তিক ও দু:খজনক।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা