মাদকের টাকা জোগাড় করতে চুরি

রাজধানীতে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে টাকা ও চুরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই চুরি করে সেই টাকা দিয়ে মাদক সেবন করতেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবুজ সিকদার, মো. মেহেদী ও আশরাফুল হায়দার চৌধুরী।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃত সবুজ ও মেহেদী চিহ্নিত চোর। সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি, মেহেদীর বিরুদ্ধে পাঁচটি ও আশরাফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এই তিনজনসহ তাদের পাঁচজনের একটি দল আছে। তারা মূলত সন্ধ্যার পর মাদক সেবন করেন। এই মাদকের টাকা জোগাড় করতেই তারা দিনের বেলা চুরি করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা মাসে একবার চুরি করেন, আর চুরি করা টাকায় পুরো মাসে মাদক সেবন করেন। টাকা শেষ হয়ে গেলে আবারও চুরি করেন। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে প্রায় তিন লাখ টাকা চুরি করে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ, মেহেদীদের শনাক্ত করা হয়। রবিবার বিকালে ও রাতে মিরপুর ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এএ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বার ভাঙচুর-মদ লুট: তিতুমীর কলেজ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যের স্বত্ব নিয়ে দুর্নীতি: কপিরাইট অফিসের দুই কর্মচারী এখন অঢেল বিত্ত ভৈববের মালিক

পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগে কারাগারে জনতা ব্যাংকের ডিএমডির স্ত্রী-মেয়ে

উত্তরায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিপুল বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৪০টি দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ৫

‘তেজগাঁওয়ে এলোপাতাড়ি গুলির ঘটনার ফুটেজ প্রচার হওয়ায় অপরাধীরা আত্মগোপনে’
