কুমিল্লায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৬| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৩
অ- অ+

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মো. নিজাম সরকার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চালিভাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নিজাম সরকার উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার চালিভাঙ্গা গ্রামে।

আহতরা হলেন- মো. টিটু (৩০), মো. রমজান (৩৫), মো. ইব্রাহীম (২৮), মো. শাকিল (২২), মো. ওয়াসিম (৩৫), মো. খালেদ হাসান (১৯), মো. দেলোয়ার (৩২), মো. আনিস সরকার (২৫), মো. সুমন (২৪), মো. হানিফ (৪৫)।

নিহতের বন্ধু নিজামুদ্দিন বলেন, চালিভাঙ্গা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হন ১১ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম সরকারের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

(ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা