মধ্যরাতে আবাসিক হলের ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের উত্তর দিকের ‘যমুনা ব্লক’ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বিশ্ববিদ্যালয়ে তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

হলের ভবন থেকে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী জানান, ‘ধপাস করে শব্দ হয়েছে। পরে দেখি লোকজন হইচই করছে বাইরে। এসে দেখি, যমুনা ব্লকের সামনে দিয়ে একজনকে ধরে নিয়ে যাচ্ছে হসপিটালে।’

তবে কীভাবে ওই শিক্ষার্থী ভবন থেকে পড়ে গেছেন, সেটি এখনো জানা যায়নি।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসকে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা