জয় দিয়ে সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের যাত্রা শুরু

সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেএসপির সঙ্গে একটি প্রীতি ম্যাচের মধ্যদিয়ে যাত্রা শুরু করেছে দলটি।
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের পরিকল্পনা ও উদ্যোগে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে দলটি গঠিত হয়েছে। সম্পূর্ন নতুন এই দলটি তাদের অসামান্য ক্রীড়া নৈপুণ্যে বিকেএসপিকে ২-০ গোলে পরাজিত করেছে।
বুধবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফুটবল ম্যাচে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসএস/এফএ)

মন্তব্য করুন