মৌলভীবাজারে সাড়ে ৮ লাখ টাকার জাল নোটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩

মৌলভীবাজারে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে জেলার শেরপুর এলাকায় ওই অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করছে এমন

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সদস্যরা মঙ্গলবার রাতে সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কারিন্দ্র সরকারের (৪৫) বাড়ি বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আসামি ও জব্দকৃত টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :