এক্সপ্রেসওয়েতে প্রথম দুই দিনে কত আয় করলো বিআরটিসি

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোমবার থেকে চলছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বাস। গত দুই দিনে এই বাসে করে প্রায় ৬ হাজার জন যাত্রী এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়েছেন। এতে আয় হয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তাদের নয়টি বাস ২৯ ট্রিপ যাতায়াত করেছে। এদিন মোট টিকিট বিক্রি হয়েছে প্রায় এক হাজার ৮০০। এতে মোট রাজস্ব আয় হয়েছে প্রায় ৬৮ হাজার টাকা।
দ্বিতীয় দিনে নয়টি বাস ৪৮ ট্রিপ যাতায়াত করেছে। টিকিট বিক্রি হয়েছে প্রায় চার হাজার। এতে রাজস্ব এসেছে প্রায় এক লাখ ৫৬ হাজার টাকা।
সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। উদ্বোধনের পর বেলা ১১টা ২৫ মিনিটে প্রথম বাস উত্তরা জসীমউদ্দীন রোডের উদ্দেশ্যে ছেড়ে যায়।
গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন। পরদিন থেকে চলছে যানবাহন। এই পথে সময় লাগছে মাত্র ১২ থেকে ১৩ মিনিট। কিন্ত এক্সপ্রেসওয়ে থেকে নামার পর র্যাম্পের মুখে যানজটে পড়তে হচ্ছে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি না থাকায় সাধারণ যাত্রীরা এই উড়াল মহাসড়কের সুবিধা পাচ্ছিলেন না। এমন অবস্থায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ মোচন করতে এগিয়ে আসে বিআরটিসি। এখন বিআরটিসির নয়টি বাস চালু হলেও কাওলা এবং ফার্মগেট ছাড়া কোথাও ওঠানামা করা যাচ্ছে না।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন