মেঘনায় সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানের জানাজা সম্পন্ন

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৬

কুমিল্লা মেঘনা উপজেলার সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের (৫৪) জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার ১০টায় কাশিপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছিল হাজারো মানুষের উপস্থিতি।

এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে রাত ১০টায় তিনি মৃত্যু বরণ করেন।

উপজেলার কাশিপুর গ্রামের মরহুম আলমাস আলী চেয়ারম্যানের বড় সন্তান। তিনি (৮ জুন ২০১১) থেকে সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তার অমায়িক বন্ধুবাৎসল আচরণ ও একজন আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন। এর আগে প্রয়াত মজিবুর রহমান কান্দারগাঁও মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বেশ সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। মৃত্যুকালে মরহুমে ২ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

উল্লেখ্য, বিগত ৪ বছর আগে মুজিবুর রহমানের সহধর্মিণীও পরলোক গমন করেন।

তার মৃতের গভীর শোক, সমবেদনা জানিয়ে জানাজায় শরিক হয়েছেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. শফিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজি, সাবেক চেয়ারম্যান হারুন রশীদ, আতাউর রহমান ভূইয়া, ওনার সহকর্মী মো. আবুল কালাম ভূইয়া, মেঘনা উপজেলার শিক্ষক সমাজ, উপজেলা প্রশাসন, ওনার অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আমাদের প্রতিনিধি তার কর্মস্থলে গিয়ে দেখেন শতশত ছাত্রী, সহকর্মী ও শিক্ষকগণ অঝোরে কান্নাকাটি করছে প্রিয় শিক্ষকের অকাল মৃত্যুতে। তার মৃত্যু শোকে মানিকারচর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল ক্যাম্পাসের আকাশ যেন ভারী হয়ে আসে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :