সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২:১০
অ- অ+

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা সদরের মেডিকেল কলেজগামী বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা দেবহাটার বালিয়াডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজান (৩০), পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকার শরিফুল ইসলাম (৩২) ও পাটকেলঘাটা কুমিরা এলাকার শামীম হোসেন শাহীন (৩৭)।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, বাইপাস সড়ক সংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকার মিজানুর স্টোরের সামনে কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এ সময় ৭-১০ ডাকাত সদস্য দৌড়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, একটি লোহার শাবল, একটি লোহার পাইপ, একটি তালাকাটা কাটার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা