জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছি। আমরা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, জনগণের ভোটের সরকার চাই , এটা বেআইনী কিংবা অন্যায় নয়। আমাদের দুঃখ ও দুর্ভাগ্য এই কথা বলায় গত কয়েক মাসে বিরোধী মতের ৩০ জন মানুষকে হত্যা করা হয়েছে। ডাকসুতে আমাদের উপর ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ নারকীয় তান্ডব চালালো।
তিনি বলেন, আজকে বিএনপি-জামায়াতসহ বিরোধীদের ১৪ বছর ধরে নির্যাতন করেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে এদেশের মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসতো, সাঈদীকে এই সরকার হত্যা করেছে। এটা জুডিশিয়াল কিলিং। একইভাবে বেগম খালেদা জিয়াকে পায়ে শিকল পড়িয়ে ছয় মাস পর পর জামিনের নামে নাটক করছে যাতে তিনি যেন রাজনীতি করতে না পারে। কারণ, আজকে খালেদা জিয়া যদি রাজপথে থাকতো এই আন্দোলন আরও তুঙ্গে চলে যেত। সরকার সেটা বুঝতে পেরে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। আমরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা, মামুনুল হক, জামাতের আমিরসহ সকলের মুক্তি চাই। স্বাধীন দেশে সকল নাগরিকের রাজনীতি, সভা-সমাবেশ,সংগঠন করার অধিকার আছে। জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে।
শুক্রবার বিকালে উত্তর বাড্ডা ওভারব্রীজের সামনে যুগপৎ আন্দোলনের ১ দফা দাবিতে পদযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর আরও বলেন, আমাদের পরিস্কার কথা, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আপনারা দেখেছেন বাড্ডা থেকে পদযাত্রা নিয়ে আসার সময় রাস্তায় দু'পাশের মানুষ, বাসের মানুষ হাত নেড়ে সংহতি জানিয়েছে। অর্থাৎ তারা আর শেখ হাসিনাকে চায় না। ১৪ বছরের ভোট বঞ্চিত তরুণরা রাস্তায় নেমেছে, বেকারত্বের অভিশাপে জর্জরিত তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছে ,১ দফা দাবি আদায় না করে ঘরে ফিরবে না। ছাত্রলীগ-যুবলীগ-পুলিশলীগ দিয়ে জনতার কণ্ঠ রোধ করা যাবে না।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচনের পরিবেশ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না। এরমাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন কঠোর বার্তা দিলো যে, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন না হলে জিএসপি সুবিধা বাতিল হতে পারে। সরকারের অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর ভিসা পলিসি শুরু হয়েছে। তারা আমেরিকা, কানাডার ভিসা পাচ্ছে না। অঘোষিত এমন অনেকের উপর ভিসা আরোপ শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন না হলে আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আসবে। সুতরাং ভোট চুরি করে সুখে থাকার দিন আর নেই।সরকার আবারও অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর ১৪ ও ১৮ মার্কা নির্বাচন হতে দিবেনা। অসংখ্য ভিন্নমতের মানুষকে আটক করছে, নির্যাতন করছে। কিন্তু শত হামলা মামলা উপেক্ষা করে জনগণ রাজপথ নেমে এসেছে। এবার গণঅভ্যুত্থানের মাধ্যমেই জনগণের বিজয় হবে। নির্বাচনী ব্যবস্থা ঠিক না করে সরকার তফসিল ঘোষণা করলে, জনগণ ঘরে বসে থাকবেনা। প্রয়োজনে বঙ্গভবন, গণভবন, ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। তবুও এই ফ্যাসিস্ট সরকারকে কোনভাবে আর একতরফা নির্বাচন করতে দেওয়া হবেনা।
উত্তর বাড্ডা ওভারব্রিজের সামনে থেকে পদযাত্রা শুরু করে রামপুরা ব্রিজে এসে শেষ হয়।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুুর রহিমের সঞ্চালায় আরও বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া,নরিয়াজ প্যাদা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারিকুল ইসলাম,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুুর রহমান প্রমুখ।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

ফেরদৌসের মনোনয়ন বৈধ, বললেন ‘ভোট উৎসব দেখতে চাই’

আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর

ঢাকা ১০: বাছাইয়ে টিকলেন ফেরদৌসসহ তিন প্রার্থী, বাতিল ৮

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

নির্বাচনের পর আওয়ামী লীগ দেশে গণহত্যা চালাতে পারে : ১২ দলীয় জোট

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল

আট মামলায় নিপুণ রায়কে আগাম জামিন দিলেন হাইকোর্ট

১৪ দলের যারা বিজয়ী হতে পারবে আ.লীগ তাদের ছাড় দেবে: ওবায়দুল কাদের

মায়ার ছেলে দীপুর জানাজা অনুষ্ঠিত, নেতাদের শ্রদ্ধা
