ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৫

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে নগরকান্দা সদরের পাইকারি আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে রাজিব বাণিজ্যালয়কে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

নগরকান্দার নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, পেঁয়াজের জন্য প্রসিদ্ধ এ উপজেলায় সরকারি বেঁধে দেওয়া মূল্যে পণ্যটি ক্রয়-বিক্রয় হচ্ছে কি না তার তদারকি করতে গিয়ে দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্যতালিকা নেই বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে ।

আমরা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই বাজারে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছি।

(ঢাকা টাইমস/২৩সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :