রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৬

রাজধানীর মহাখালী রেলগেটের সামনে ট্রেনে কাটা পড়ে তিন পথশিশু মারা গেছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর অভিমুখী দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শিশুরা মারা যায়।

মারা যাওয়া শিশুদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। ঘটনার ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিন শিশুর নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সংবাদমাধ্যমে বলেন, ‘তিন শিশু মহাখালী থেকে রেললাইন ধরে সৈনিক ক্লাবের দিকে হেঁটে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রেললাইনে ট্রেন কাছাকাছি চলে আসার পর আশপাশের লোকজন তাদের সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি।’

ওসি বলেন, ‘তিন শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা কেউ না আসায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :