এডিসি হারুনকাণ্ড: তৃতীয় দফা সময় চাইল তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩০ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৮

থানার ভেতরে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার মেয়াদ তিন দিন বাড়াতে আবেদন করা হয়েছে।

রবিবার তদন্ত কমিটি ডিএমপি কমিশনার গোলাম ফারুকের কাছে এ আবেদন করে।

এদিন কমিশনারের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ করা ছিল।

সূত্র বলছে, সাময়িক বরখাস্ত এডিসি হারুন ও সানজিদা আফরিনের ঘটনায় ডিএমপি একটি তদন্ত কমিটি গঠন করে। দুই দফা সময় বাড়ানোর পর গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল। কিন্তু কমিটি আরও সাতদিন সময় চেয়েছিল। পরে তিন দিন সময় বাড়ানো হয়। রবিবার সেটির শেষ দিন ছিল।

৯ সেপ্টেম্বর থানা অভ্যন্তরে ছাত্রলীগের দুই নেতাকে বেদম প্রহারের ঘটনায় ১১ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠিত হয়। তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

নারীঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় ধরে এনে নির্যাতন করেন ডিএমপির রমনা বিভাগের তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশীদ ও থানা পুলিশের সদস্যরা। এতে নাঈমের পাঁচটি দাঁত উপড়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আলোচিত এই ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া থানার পরিদর্শক (অপারেশনস) মোস্তফাকে বদলি করা হয়।

ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, ‘তদন্ত কমিটির আজ রবিবার প্রতিবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ ছিল। তারা পুনরায় তিনদিনের আবেদন করেছেন। ডিএমপি কমিশনার এখন বিষয়টি দেখবেন।’

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :