যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না: আল জাজিরাকে মোমেন

যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ বিচলিত নয়। যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, বাংলাদেশও তাই। বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ নিয়ে তোলপাড়ের মধ্যে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যয় পুনরাবৃত্তি করে মোমেন আল-জাজিরাকে বলেন, শেখ হাসিনার সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে ওই ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন এবং তাদের নিকটবর্তী পরিবারের সদস্যরাও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, স্টেট ডিপার্টমেন্ট কোনো নাম প্রকাশ করেনি কারণ রেকর্ডগুলো মার্কিন আইনে গোপনীয়।
আল জাজিরাকে মোমেন বলেন, ‘বাংলাদেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ আমাদের বেশিরভাগই এই সমৃদ্ধ দেশে থাকতে চায়। আমাদের ভোটাররাও এই নিয়ে বিরক্ত নয়। কারণ তারা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে এরইমধ্যে রাজনৈতিক উত্তেজনা ইতোমধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার মিত্ররা নিয়মিত রাস্তায় বিক্ষোভ করছে।
বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির দুটি প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা শক্তিগুলো বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অধিকার লঙ্ঘনের বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/জেডএএ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

তৃতীয় দিনে ইসিতে আরও ১৫৩ প্রার্থীর আপিল

আরও ৪৮ ইউএনওকে বদলির সম্মতি ইসির

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘ফায়ার সার্ভিসে প্রথম ১৫ নারী অগ্নিসেনা’

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

বাংলাদেশের ওপর যেকোনো পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া: রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির লক্ষ্যেই শ্রম অধিকার অত্যাবশ্যক: পিটার হাস

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন
