একসঙ্গে অনন্ত-বর্ষার এক যুগ

এক যুগ পার করলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গতকাল তাদের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে।
এক যুগ পূর্ণ হওয়ার দিনে অনন্ত-বর্ষা তাদের ঘরোয়া আয়োজনের কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দুজনই আলাদা আলদা পোস্টে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
গত ১ যুগে এই তারকা দম্পতির ঘরে এসেছে দুই সন্তান। ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম আবরার ইবনে জলিলের।
প্রতিবছর বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে এ দম্পতির থাকে আলাদা আয়োজন। দুই সন্তানকে নিয়ে নিজেদের মতো করে সময় কাটান তারা, বিবাহবার্ষিকী পালন করেন।
বিবাহবার্ষিকীর এক যুগ পূর্ণ হওয়ার দিনে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত ও বর্ষা। এর আগে সংবাদমাধ্যমে বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত বলেছিলেন, আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে।
বর্ষাকে বিয়ের পর নিজের অনেক কিছুই পাল্টে যায় অনন্তের। বলেছেন, অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএম)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

কুইজে জেতা লাখ টাকা ক্যানসার আক্রান্ত সহকর্মীর চিকিৎসায় দিলেন রওনক হাসান

পরকীয়ার সমর্থনে বিস্ফোরক মন্তব্য টলিউডের অপরাজিতার

দেশের ৪৮ হলে চলবে বলিউডের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’

দোদুলের ‘মোবারক নামা’য় জেনি-ফারিয়া

সেরা করদাতা হলেন শোবিজের যেসব তারকা

তারেক মাসুদের জন্মদিন: নির্মাতা সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

শুভেচ্ছাদূত হলেন পরীমনি

সিআইডির ‘ফ্রেডি’ আর নেই

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট! বুবলীকে তুলাধুনা করলেন নেটবাসী
