সাজার বিরুদ্ধে আপিল করেছেন আদিলুর-নাসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৬

দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন তার আইনজীবী। পাশাপাশি আদিলুর ও নাসিরের জামিন চেয়ে আবেদন করার প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে দণ্ডপ্রাপ্ত আদিলুর রহমান খানের আইনজীবী মো. আহসানুজ্জামান ফাহিম গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য, বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়।

এই মামলায় আদিলুর ২০১৩ সালের ১০ আগস্ট গ্রেপ্তার হন। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ১১ আগস্ট আদালতের অনুমতি নিয়ে অধিকারের কার্যালয়ে তল্লাশি চালিয়ে দুটি কম্পিউটার ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। সে বছরের ৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের অভিযোগপত্রে বলা হয়, আদিলুর ও নাসির ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেন, আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করেন।

মামলায় আইসিটি আইনের ৫৭ (২) ধারায় ২০১৪ সালের ৮ জানুয়ারি আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর গত মে মাসে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন মামলাটি অধিকতর তদন্ত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এই আবেদনের বিরোধিতা করা হয়। তবে আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। গত ২৪ আগস্ট এ মামলায় যুক্তিতর্কের শুনানি শেষ হয়। ওই মামলায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে ১৪ সেপ্টেম্বর দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের পর আদিলুর ও নাসিরকে কারাগারে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে: সেই যুবদল নেতাকে চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

রুল খারিজ, সরকারি কর্মকর্তাদের অবসরের তিন বছর পার না হলে নির্বাচনে অযোগ্য

আদালত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

আদালত অবমাননার ব্যাখ্যা দিতে আপিল বিভাগে আইজি প্রিজন্স ও সুরক্ষা বিভাগের সচিব

তফসিল স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি সোমবার

খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় অভিযোগ গঠন ২৪ মার্চ

হাসপাতালে যুবদল নেতার ডান্ডাবেড়ি: বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

হাইকোর্টে জামিন আবেদন মির্জা ফখরুলের

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল করলেন হাইকোর্ট

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের খান আকরামসহ সাতজনের মৃত্যুদণ্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :