শিশুটির পরিবারের সন্ধান চায় পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪১
অ- অ+
সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এই মেয়ে শিশু।

দুই দিন আগের ঘটনা। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক মেয়ে শিশু। বয়স আনুমানিক ৬ বছর। সেখান থেকে পথচারীরা ওই শিশুটিকে সাভার মডেল থানায় নিয়ে আসে। সেই থেকে মেয়েটি সাভার মডেল থানায় আছে। পুলিশ তার পরিবারের সন্ধান চাইছে।

শিশুটি নিজের নাম অস্পষ্ট উচ্চারণ করে ‘সেলিনা’। পরিবারের নাম-পরিচয় বলতে কেবল বাবার নাম সেলিম আর মায়ের কুলসুম বলে জানায়। এ কথা জানিয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ঢাকা টাইমসকে বলেন, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারছেনা। আবার কোনো কিছু বোঝেও না বা বোঝাতে পারছে না। অস্পষ্টভাবে নিজের নাম বলেছে ‘সেলিনা’। বাড়ির কথা জিজ্ঞেস করলে একবার ‘চুয়াডাঙ্গা’ আরেকবার ‘তেঁতুলঝোড়া’ বলেছে। তবে এই নাম ও ঠিকানা সঠিক কি না, তা এখনো নিশ্চিত নয়।

এই মেয়ে শিশুটির পরিবারের সন্ধান চেয়েছে সাভার মডেল থানা-পুলিশ। এ জন্য থানার ফোন নম্বর ০১৩২০০৮৯৩৮২ অথবা ০১৩২০০৮৯৩৭৯–এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা