রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আচুয়াভাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুইটি বেগম গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামের ওসমান গণির স্ত্রী।
ডিবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাটিকাটা বাইপাস মোড় ও আশপাশে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদে আচুয়াভাটা গ্রামের সুইটি বেগমের বাড়ির সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবির ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়।
সূত্র বলছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুইটি বেগম পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার হেফাজতে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুইটি বেগম একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নয়টি মামলা আছে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এসএস/এসএ)

মন্তব্য করুন