চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৩| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০
অ- অ+

‘বিশ্ব পর্যটন দিবস ২০২৩' উপলক্ষে মুজিব'স বাংলাদেশ উদযাপনে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল শুরু হয়েছে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজনে এই উৎসব শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ।

এই ফেস্টিভ্যালে ট্যুরিস্ট পুলিশের একটি স্টল রয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করলেই ডান পাশে দেখতে পাওয়া যাবে ট্যুরিস্ট পুলিশের স্টল, যেটা উক্ত ফেস্টিভ্যালের দুই নং স্টল। বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ কর্তৃক একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিচারকদের নম্বর এবং অনলাইন ভোটে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আনিসুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন মো. আল আমিন এবং তৃতীয় পুরস্কার জাহিদ হাসান তুষার।

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ প্রধান বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এছাড়াও অনলাইনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ছবির আলোকচিত্রী মো. ইমরান হোসেন মোল্লার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা