প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেয়ার তাগিদ

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৯ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৭

দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহযোগিতা চান এসব ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর কর্তা ব্যক্তিরা। তারা বলছেন, প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। সব উন্নয়ন কর্মকাণ্ডে তাদের যুক্ত করতে হবে। অন্যথায় যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে তা সম্ভব হবে না।

অন্যদিকে সরকারের উচ্চ পর্যাায়ের কর্মকর্তারা বলছেন, দেশের এনজিওগুলোর প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝূঁকি হ্রাস বিষয়ক আরো বেশি কার্যক্রম গ্রহণ করতে হবে। পাশাপাশি তাদের কার্যক্রমের সঙ্গে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করতে হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, নবলোক পরিষদ, ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন ও কারিতাস বাংলাদেশের যৌথ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘এস্টাবলিশিং ডিজাস্টার রেজিলিয়েনট কমিউনিটিজ ইন সাতক্ষীরা’ এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলায় বাস্তবায়নাধীন ‘প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রকল্প’ নামক দুটি প্রকল্পের অবহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে সহযোগিতা করে সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন নামের সংস্থা।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পালের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিজএ্যাবল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান তার বক্তব্যে বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দুর্যোগ কবলিত এলাকাসমূহে মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেসকিউ বোট তৈরির মাধ্যমে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আইন, নীতিমালা এবং কর্মপরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে কিন্তু এগুলোর কার্যকর বাস্তবায়নে আমাদের আরো উদ্যোগ গ্রহণ করতে হবে।’

প্রতিমন্ত্রী সভায় আলোচিত বিষয়সমূহের একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে জমা দিতে বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে একটি মডেল। সরকার নতুন সাইক্লোন শেল্টারগুলো প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তুলেছে কিন্তু পুরোনো সেন্টারগুলো প্রতিবন্ধীবান্ধব করতে সরকার প্রকল্প গ্রহণ করতে পারে।

বিশেষ অতিথি এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মো. আনোয়ার হোসেন বলেন, এনজিওগুলোর প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝূঁকি হ্রাস বিষয়ক আরো বেশি কার্যক্রম গ্রহণ করতে হবে এবং তাদের কার্যক্রমের সঙ্গে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করতে হবে।

সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুশফিকুল ওয়ারা বক্তব্যে বলেন, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় সিবিএম এর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ‘গাইবান্ধা মডেল’ এবং ‘ইনক্লুসিভ ডিজেস্টার রিস্ক রিডাকশন হ্যান্ডস অন টুল অ্যাপ’ অন্যতম। আগামী দিনে সিবিএম প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনদের সঙ্গে নিয়ে এই বিষয়ে আরো বিস্তর পরিসরে কাজ করবে।

সিবিএম এর প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসাইন প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝূঁকি হ্রাস এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে আলোচনা করেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আলবার্ট মোল্লা বলেন, দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, যা হ্রাস করতে প্রকল্প দুইটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

পরিবেশ অধিদফতরের উপপরিচালক দিলরুবা আক্তার বক্তব্য বলেন, ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝূঁকি হ্রাসের কার্যক্রম আরো জোরদার করার জন্য এনজিওগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সরকারের ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গ্রহণের জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।’

অনুষ্ঠানে নবলোক পরিষদের রিয়াদুল করিম এবং কারিতাস বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সরোজ পি. কোরাইয়া প্রকল্পগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সভাপতির বক্তব্যে মহুয়া পাল বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত সকল কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোকে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহযোগিতা করা উচিত।

তিনি সরকারি প্রতিনিধি, আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রকল্প দুটির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও এবং নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৭‌সে‌প্টেম্বর/কেআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার

চীন-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনেই বন্দরে নোঙর

মহানবীর আদর্শে বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব: ধর্ম উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :