আমরা স্মার্ট বাংলাদেশ গড়বই: সুজিত রায় নন্দী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঠখোলা শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা মানবতার মা। শেখ হাসিনার নির্দেশ আমাদেরকে সুশিক্ষিত নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। আমরা জন্মদিনে আনন্দ উল্লাস না করে মানবিক কাজ করছি। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৭৭ তম জন্মদিন উপলক্ষে নারীদের মাঝে ৭৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় আমরা একদিন আগেই কেক কেটেছি এতিম শিশুদেরকে নিয়ে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়বই গড়র।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আহসান উল্যা, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান কিরন, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জয়নাল আবেদীনসহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা