মাথা ফেটে ঝরছে রক্ত, হঠাৎ লাইভে এসে কাঁদলেন সিদ্দিকের সাবেক স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৩ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫১

মাথা ফেটে বের হওয়া রক্তে ভিজে আছে মুখের একপাশ ও গলা। বৃহস্পতিবার রাত ১১টার পরপরই নিজের এমন অবস্থা নিয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

তবে কে বা কারা তার মাথা ফাটিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। প্রসঙ্গে জানতে মিমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। তবে বিচ্ছেদ হলেও, একমাত্র সন্তান আরশকে কেন্দ্র করে দীর্ঘদিন সাবেক স্বামীর সঙ্গে মিমের দ্বন্দ্ব চলছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম /এমএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :