রূপপুরে ইউরেনিয়াম পৌঁছাবে শুক্রবার: বন্ধ থাকবে পাবনা-ঢাকা বাস চলাচল

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম এর প্রথম চালান শুক্রবার ঢাকা থেকে প্রকল্প এলাকায় আনা হবে। বিশেষ নিরাপত্তাবলয়ে সড়কপথে এ ইউরেনিয়াম আসবে।

সড়কপথে যানজট তৈরির আশঙ্কায় শুক্রবার ভোর ৫টা থেকে পাবনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি।

পুলিশ সুপার বলেন, পাবনা-ঢাকা রোডের বঙ্গবন্ধু সেতুপথে প্রচণ্ড যানজট হয়। ফলে ইউরেনিয়াম বহনকারী যান বহন আসতে সমস্যা হতে পারে। এ কারণেই সড়কে যানজট মুক্ত রাখতে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। তবে ইউরেনিয়াম প্রকল্প পৌঁছে গেলেই বাস চলাচল শুরু হবে। তবে বিকল্প হিসেবে পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে আরিচা হয়ে ঢাকায় চলাচল করা যাবে।

এদিকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে পাবনা থেকে ঢাকা গামী প্রতিটি গাড়ির টিকিট বিক্রি বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রাখবে বলে জানিয়েছেন।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফি সরকার বলেন, প্রশাসনের নির্দেশে বাসের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে বাস চলাচল শুরু হবে।

রুপপুর প্রকোপের একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি বিশেষ উড়োজাহাজে রাশিয়া থেকে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের প্রথম এই চালান। শুক্রবার রুপপুর ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে আগামী পাঁচ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক রোসাটম এলেক্সি লিখাচেভা।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিরাজদিখানে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে হেফাজতে ইসলাম

মহানবীকে কটুক্তির প্রতিবাদে মহিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী কুমিল্লায়

বেনাপোল দিয়ে সাত চালানে ভারত গেল ৪১০ মেট্রিক টন ইলিশ

জয়পুরহাটে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঘরের আড়ার সঙ্গে ঝুল‌ছিল গৃহবধূর মর‌দেহ

কেরাণীগঞ্জে হোটেলে সিলেন্ডার বিস্ফোরণ, নিহত ৩, আহত ১০

ত্রাণ কার্যক্রমে শেরপুর জেলা বৈষম্যের শিকার, অভিযোগ উন্নয়ন সংগ্রাম পরিষদের

শিক্ষার্থীদের ওপর গুলি: শীর্ষ সন্ত্রাসী আল আমিন প্রকাশ্যে ঘুরছে!

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি তাজা ককটেল উদ্ধার

এই বিভাগের সব খবর

শিরোনাম :