বমি করে অভিনব কায়দায় ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭
অ- অ+

রাজধানীর মিরপুরে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে মিরপুর মডেল থানার ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বমি করে অভিনব উপায়ে সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার তিনজন হলেন, এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর (৩৮), মো. ওয়াসিম আকরাম (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)।

গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সাগর এই দলের প্রধান। এই দলে সাতজন সদস্য রয়েছে। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করে। প্রথমে তারা কোনো বাসে উঠে। টার্গেট করা ব্যক্তির উপর চক্রের একজন বমি করে দেয়। তখন চক্রের দুই-তিনজন সদস্য সেখানে হৈ চৈ শুরু করে জটলা তৈরি করে। সুযোগ বুঝে দুই সদস্য ভিড়ের মধ্যে থাকা মানুষের মোবাইল ফোন, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমান বাকি সদস্যকে দিয়ে দেয়। এরপর সবাই সুযোগ বুঝে পালিয়ে যায়।

কাজের সুবিধার্তে তাদের নিজস্ব সাংকেতিক ভাষা আছে। তারা টার্গেটকে ডাকে মামা নামে, পুলিশকে ডাকে লাতা নামে। এছাড়া দলনেতাকে মিস্ত্রী, সহযোগীকে তালবাজ কিংবা ঠেকো, গাড়িকে চাক্কা বলে। তারা নিজেদের গ্রুপের নাম দিয়েছে সেভেন স্টার। দলের সাত সদস্য সাত পৃথক জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে একসঙ্গে কাজ করলেও কেউই কারও বাসা চেনে না! ছিনতাইকৃত টাকা তারা তিন ভাগে ভাগ করে।

একভাগ দলনেতা, একভাগ তাদের মামলা মোকাবেলার এবং এক ভাগ বাকি সদস্যদের। তাদের কেউ একজন গ্রেপ্তার হলে বাকি সদস্যরা জামিন করায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ৬০ ফিটের মনিপুর এলাকা থেকে সাগর, ওয়াসিম এবং জাহিদকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং ওয়াসিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা