ডিএমপির দায়িত্ব নিলেন হাবিবুর রহমান, বিদায় নিলেন গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৫ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১১

দীর্ঘ ৩২ বছর ৮ মাসের চাকরি জীবনের ইতি টেনে অবসরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদ্য বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদরদপ্তরে নতুন কমিশনার হাবিবুর রহমানের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এরপর রীতি অনুযায়ী ফুলের রশি দিয়ে গাড়ি টেনে তাকে বিদায় জানানো হয়। পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল বিদায়ী কমিশনারকে বিদায়ী সালাম দেন।

গত ২৪ সেপ্টেম্বর গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এদিকে ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হলেন। ২০ সেপ্টেম্বর হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার করা হয়।

হাবিবুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় জন্মগ্রহণ করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইনশৃঙ্খলাসহ নানা কারণে ডিএমপি কমিশনারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে এই গুরুদায়িত্ব পালন করবেন মানবিক ও ডায়নামিক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।

নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাওয়া হাবিবুর রহমানের পেশাদারি মনোভাব, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শতভাগ আনুগত্য ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধরন থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য সরকারি, বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন মহলের। মেধাবী এই কর্মকর্তা ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে ব্যাপক প্রশংসিত হন ও সুনাম কুড়ান। এছাড়া চাকরিজীবনে তার ওপর পেশাগত যে দায়িত্বই অর্পিত হয়েছে, তিনি তা সঠিকভাবে পালন করেছেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :