মৃত্যুভয় উপেক্ষা করে নিরলস কাজ করছেন শেখ হাসিনা: এমপি দুর্জয়
সুখী-সমৃদ্ধ, মানবিক, উন্নত বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এএম নাইমুর রহমান দুর্জয়। বলেন, ‘মৃত্যুভয়কে উপেক্ষা করে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ভিশন ২০৪১, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্লান ও ডেল্টাপ্লান ২১০০ প্রণয়নের মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, টেকসই, স্মার্ট বাংলাদেশ নির্মাণে নিরলস কাজ করছেন তিনি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দুর্জয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭৭৭৭টি গাছের চারা বিতরণ করেন এমপি দুর্জয়।
অনুষ্ঠানে আরও ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মোল্যা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগ নেতা মাহমুদ আব্বাস,বাচামারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবীর শাওন, ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমুখ।
(ঢাকাটাইমস/০১অক্টোবর/কেএম)